New Update
/anm-bengali/media/post_banners/1wfpF3oPFc5dXxFvfZ66.jpg)
নিজস্ব প্রতিনিধি-কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর রবিবার প্রয়াত হয়েছেন। রবিবার সন্ধ্যায় মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মঙ্গেশকরকে দাহ করা হয়। সোমবার, তার ভাতিজা আদিনাথ মঙ্গেশকর তাঁর চিতা ভস্ম বহন করে নিয়ে এসেছে। আদিনাথ মঙ্গেশকর হিন্দু রীতি অনুসারে লাল কাপড়ে ঢাকা মাটির পাত্রে তাঁর চিতা ভস্ম ফিরিয়ে আনেন। আদিনাথ মঙ্গেশকর পরিবারের তৃতীয় প্রজন্মের। তিনি লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের ছেলে। চলচ্চিত্র জগত এবং দেশ গায়িকাকে গভীর শ্রদ্ধা জানানোর পরে রবিবার হৃদয়নাথ তাঁর চিতা প্রজ্বলন করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us