New Update
/anm-bengali/media/post_banners/ik4dUop9EwtUQdcadxbf.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পর পর সমস্ত রকমের ক্রিকেটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। কিন্তু এখনও পর্যন্ত তিনি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোরের অধিনায়ক হিসাবে আছেন। যদিও ২০২১এর আইপিএল-এ স্কিপার থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিরাট। রয়্যাল চ্যালেঞ্জার অনেক গুলো আইপিএল-এ সঠিকভাবে মূলধন নিয়ে আসছেন না। তাই এই প্রসঙ্গে প্রাক্তন পেসার অজিত আগারকার বলেন, “যদি বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়তে পারেন, অর্থাৎ উনি যদি ছাড়তে স্বাচ্ছ্যন্দ বোধ করেন তবে আমার মনে হয় তাঁর সেটাই করা উচিত। এটাই বেঙ্গালোরের কাছে সঠিক সমাধান। দিন শেষে আমরা দেখতেই পাই বেশ কয়েক বছর ধরে বেঙ্গালোর সঠিক পরিমাণে মূলধন বিনিয়োগ করছেন না। যার ফলে একটা ভালো দলও তৈরি হচ্ছে না।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us