New Update
/anm-bengali/media/post_banners/ZR6rQbyhACqRy80zM1OA.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল একদিনের ম্যাচে ২১ ওভারে চাহালের বল ওয়েস্টইন্ডিজের ব্যাটার ব্রুক্সের ব্যাটের বাঁ পাশ ঘেঁষে বেরিয়ে যায়। রোহিতরা আবেদন করলেও আম্পায়ার আউট দেননি। চলতি ম্যাচে রোহিত বিরাটের উদ্দেশ্যে জিজ্ঞাসা করেন, “আউট কী?” বিরাট বলেন, “আমার মতে আউট”। বিরাট সঙ্গে সঙ্গে ডিআরএস-এর জন্য আবেদন করেন। ডিআরএস-এ দেখানো হয় ব্রুক্স আউট। এই পুরো কথোপকথন বিসিসিআই তাদের অফিসিয়াল ট্যুইটার পেজ থেকে তুলে ধরে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us