New Update
/anm-bengali/media/post_banners/bRNkO1jjoRm2LaAjZsWb.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ গোয়ার বুকে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও ওড়িশা এফসি। মরশুমের প্রথমের ম্যাচে ওড়িশার থেকে ৬ গোল খেয়েছিল ইস্টবেঙ্গল। তবে কোচ মারিয়ো আগেই বলে দিয়েছিলেন এবারের ম্যাচে আগের ভুল আর হবে না। তবে তিনি আরও বলেন যে, “ওড়িশা দলের ভারসাম্য খুব ভাল। অধিকাংশ সময়ই বলের পিছনে ওদের একাধিক ফুটবলার থাকে। কঠিন লড়াই হবে এই ম্যাচে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us