নক্ষত্র পতন! দু’দিনের শোকজ্ঞাপনের ঘোষণা কর্ণাটক সরকারের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নক্ষত্র পতন! দু’দিনের শোকজ্ঞাপনের ঘোষণা কর্ণাটক সরকারের


নিজস্ব সংবাদদাতাঃ লতা মঙ্গেশকরের মৃত্যুতে দু’দিনের শোকজ্ঞাপনের ঘোষণা করল কর্ণাটক সরকার। মুখ্যমন্ত্রী বাসবরাজা বোম্মাই জানান, 'আগামী দু’দিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। বন্ধ থাকবে সব রকম সরকারি অনুষ্ঠান'।