ভোটপ্রচারের বিধিনিষেধের ওপর অনেকটাই ছাড় দিল নির্বাচন কমিশন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ভোটপ্রচারের বিধিনিষেধের ওপর অনেকটাই ছাড় দিল নির্বাচন কমিশন

নিজস্ব সংবাদদাতাঃ করোনা আবহে আর কয়েকদিনের মধ্যেই ৫ রাজ্যে শুরু হচ্ছে বিধানসভা ভোট। চলমান মহামারির কথা চিন্তা করে পদযাত্রা, র‍্যালি-সহ একাধিক প্রচারসভার উপর বিধিনিষেধ চাপিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। যদিও রবিবার সেই বিধিনিষেধ আরও একদফা শিথিল করল নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে বলা হয়েছে, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড. গোয়া, পাঞ্জাব, মণিপুরের বিধানসভা ভোটের প্রচারসভায় আরও বেশি সংখ্যক মানুষ অংশ নিতে পারবে। স্টেডিয়াম বা কোনও হলের মোট আসন সংখ্যার ৫০ শতাংশ দর্শক প্রচারে অংশ নিতে পারবেন। আর খোলা জায়গায় যত লোক ধরে সর্বোচ্চ তার ৩০ শতাংশ দর্শক অংশ নিয়ে জনসভা হতে পারে।