হারের পর সড়ে দাড়ালেন নেদারল্যান্ডসের কোচ

author-image
Harmeet
New Update
হারের পর সড়ে দাড়ালেন নেদারল্যান্ডসের কোচ

​নিজস্ব সংবাদদাতাঃ উরো কাপে (EURO 2021) চেক প্রজাতন্ত্রের(CZECH REPUBLIC) কাছে হারের ৪৮ ঘন্টার মধ্যে সরে দাঁড়ালেন নেদারল্যান্ডস(NETHERLANDS) কোচ (COACH)ফ্রাঙ্ক ডি বোয়ের(FRANK DE BOER)। গ্রুপের ৩ টি ম্যাচ জিতলেও প্রি কোয়ার্টার ফাইনালের হারের জন্য কোচের চাকরি ছাড়লেন ডি বোয়ের। মঙ্গলবারই নিজেদের ওয়েবসাইটে নেদনেদারল্যান্ডসের  ফুটবল সংস্থা  দিয়েছে বোয়েরেরসরে দাঁড়ানোর  কথা। যেখানে রয়েছে বোয়েরের মন্তব্যও।