নিজস্ব সংবাদদাতাঃ দেশের তৎকালীন প্রধানমন্ত্রীকেই কাঁদিয়ে দিয়েছিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। তাঁর গাওয়া সেই ‘অ্যায় মেরে ওয়াতন কে লোগোঁ’ আজও আবেগ ভাসিয়ে নিয়ে যায় দেশবাসীকে। স্বাধীনতার পর এক অনুষ্ঠানে সুরকার কবি প্রদীপ ‘অ্যায় মেরে ওয়াতন কে লোগোঁ’ গানটি ধরান লতাকে। রিহার্শালের সময় নেই বলে প্রথমে ওই গান গাইতে চাননি লতা। কিন্তু সুরকার জেদ ধরে বসায় রাজি হয়ে যান তিনি। সেই মতো ২৭ জানুয়ারি রামলীলা ময়দানের মঞ্চে ওঠেন তিনি। কিন্তু তাঁর ওই গানই নাড়িয়ে দিয়েছিল দেশের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকেও।