দিগবিজয় মাহালি,মেদিনীপুরঃ সরস্বতী পুজোর রাতে দাসপুরের চাঁইপাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২! শনিবার রাতে মর্মান্তিক পথদূর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাঁইপাটে দাসপুর-গোপীগঞ্জ সড়কে। প্রাথমিক ভাবে জানাযায়, দুটি বাইকে তিনজন করে মোট ৬ জন ছিল। বাইক দুটি একে অপরের দিক থেকে মুখোমুখি আসছিল। সেইসময় চাঁইপাটে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়, দুমড়ে মুচড়ে যায় দুটি বাইকই। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু'জনের। মৃত দুজনের মধ্যে এক কিশোরও রয়েছে বলে জানা গিয়েছে। মৃতরা হলেন ওয়াসিম খাঁন (১৪), ও সুমন সাঁতরা(২৯)। দূর্ঘটনায় ৩ জন গুরুতর জখম হয়েছেন, তাদের স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার করে সোনাখালি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দাসপুর থানার পুলিশ।