নিজস্ব সংবাদদাতাঃ সরস্বতী পূজোর রাতে দুই ক্লাবের সংঘর্ষ। শনিবার চরম উত্তেজনা ছড়াল ঠনঠনিয়া কালীবাড়ি চত্বরে। এলাকায় দুষ্কৃতী দলের তাণ্ডব। ক্লাবেরই চার সদস্যকে এলোপাথাড়ি মারা হয় বলে অভিযোগ। আক্রান্তদের চোট গুরুতর। তাঁরা আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তদের গ্রেফতার দাবিতে রাতেই হয় থানা ঘেরাও। শনিবার ঘটনাকে ঘিরে উত্তপ্ত থাকে ঠনঠনিয়া চত্বর। এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ পিকেট। তবে রবিবার সকাল পর্যন্ত এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।