New Update
/anm-bengali/media/post_banners/CqZzM1n9x9wIVhfYIgiE.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ করোনা ভারতীয় ক্রিকেট দলে থাবা ফেলেছে। তাই বহু ক্রিকেটার নিভৃতবাসে আছে। ময়ঙ্কও রবিবারের ম্যাচে থাকছে না। এই প্রসঙ্গে রোহিত বলেন, “কোভিডের জন্য আমরা বুঝতে পারছি না আগামী দিনে কী হতে চলেছে। এই মুহূর্তে রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আয়ার এবং শিখর ধবন নিভৃতবাসে রয়েছে। প্রত্যেকে ভাল আছে। কিন্তু ময়ঙ্ক এখনও নিভৃতবাস সম্পূর্ণ করতে পারেনি। যেহেতু ও দেরি করে দলে যোগ দিয়েছে তাই। রবিবার ঈশান আমার সঙ্গে ওপেন করবে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us