বরফের আনন্দে মাতলেন সোহিনী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বরফের আনন্দে মাতলেন সোহিনী

নিজস্ব প্রতিনিধি- দার্জিলিং এ ছুটি কাটাচ্ছেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে সোহিনী প্রতিনিয়তই শেয়ার করে চলেছেন তার আনন্দ কর মুহূর্তগুলো। 


ভিডিওতে দেখা যাচ্ছে বরফে ঘেরা দার্জিলিং এর রাস্তায় হাঁটছেন, তো আবার কখনো তাকে দেখা যাচ্ছে বরফের সাথে খেলছেন। অনুগামীদের তার কাটানো মুহূর্ত গুলি শেয়ার করেচলেছেন অভিনেত্রী। এদিকে টলিউড অভিনেত্রী ইশা সাহা তার ছবিতে মন্তব্য করে লিখেছেন,'উফফফফ কিযে মিসটা করলাম '।