New Update
/anm-bengali/media/post_banners/RsBxIS1Ame5HtzpLTDvp.jpg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: আগামী ২৭ তারিখ মেদিনীপুর সহ জেলার ৭ পুরসভার নির্বাচন। আর শুক্রবার এই পুরসভায় কারা লড়াই করবে তাদের নাম জানালো তৃণমূল। পুরোনো যারা কাউন্সিলার ছিলেন তাদের অনেককেই এবারও প্রার্থী করেছে তৃণমূল। সেই সঙ্গে দেওয়া হয়েছে নতুন কিছু মুখ। টিকিট দেওয়া হয়েছে মেদিনীপুর পুরসভার বর্তমান প্রশাসক সৌমেন খাঁনকে। সেই সঙ্গে প্রার্থী করা হয়েছে প্রাক্তন বিধায়ক আশিস চক্রবর্তী, জেলার তৃণমূল সভাপতি সুজয় হাজরা এবং শহর তৃণমূল সভাপতি বিশ্বনাথ পান্ডবকেও।
​ওয়ার্ড নম্বর ওয়ার্ড ক্যাটাগরি প্রার্থীর নাম
১ মহিলা (সাধারণ) অনিমা সাহা।
২ মহিলা (সাধারণ) সোনালী চক্রবর্তী।
৩ এস সি প্রতাপ মুর্মু ।
৪ মহিলা (এস সি) নিরুপমা কুনার।
৫ সাধারণ বরুনা মহাপাত্র।
৬ সাধারণ ডাক্তার গোলক মাজি।
৭ মহিলা( সাধারণ) মেরি দলুই।
৮ সাধারণ ইন্দ্রজিৎ পানিগ্রাহী।
৯ সাধারণ সৌরভ বিপ্লব বসু।
১০ মহিলা (সাধারণ) সঙ্গীতা পাল
১১ এস সি লিপি বিশুই।
১২ সাধারণ টোটন সাসপিল্লি।
১৩ সাধারণ মোজাম্মেল হোসেন।
১৪ মহিলা (সাধারণ) অর্পিতা রায় নায়েক।
১৫ সাধারণ হিমাদ্রী খাঁন।
১৬ সাধারণ সুসময় মুখোপাধ্যায়।
১৭ মহিলা ( সাধারণ) নম্রতা চৌধুরী।
১৮ সাধারণ সৌমেন খাঁন।
১৯ সাধারণ বিশ্বনাথ পান্ডব।
২০ মহিলা (সাধারণ) প্রতিমা দে।
২১ সাধারণ আশিস চক্রবর্তী (নান্টি)।
২২ সাধারণ সুজয় হাজরা।
২৩ মহিলা (সাধারণ) ডঃ চন্দ্রানী দাস।
২৪ সাধারণ বিশ্বজিৎ মুখোপাধ্যায়।
২৫ সাধারণ সুশান্ত ঘোষ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us