প্রকাশ্যে 'মহানন্দা'-র টিজার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
প্রকাশ্যে 'মহানন্দা'-র টিজার

নিজস্ব প্রতিনিধি- ৮ই এপ্রিল বড় পর্দায় আসতে চলেছে অরিন্দম শীল পরিচালিত ছবি 'মহানন্দা'। প্রকাশ্যে এসে পড়েছে 'মহানন্দা'র টিজার। ছবিটি মূলত লেখিকা- সমাজকর্মী মহাশ্বেতা দেবীর জীবনী নিয়েই তৈরি হবে। টিজারটি শুরু হচ্ছে ইশা সাহার কন্ঠে। তার কিছুক্ষণ বাদেই দেখা মিলছে তার। নতুন লুকে গার্গী রায়চৌধুরীও নজর কাড়ছে।