বিস্ফোরক তথ্য সামনে আসায় উদ্বিগ্ন লালবাজার!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিস্ফোরক তথ্য সামনে আসায় উদ্বিগ্ন লালবাজার!


নিজস্ব সংবাদদাতাঃ সাইবার অপরাধ নিয়ে বারবার মানুষকে সতর্ক করছে কলকাতা পুলিশ। সাইবার ক্রাইম বর্তমানে পুলিশের সবচেয়ে বেশি মাথাব্যথার কারণ। এই পরিস্থিতিতে সামনে এল এক বিস্ফোরক তথ্য। কলকাতা পুলিশের ওয়েবসাইটও নাকি অসুরক্ষিত। যে লিঙ্কে ক্লিক করে আপনি অনলাইনে জরিমানা দেন, সেখানে ব্যক্তিগত ব্যাঙ্কিং তথ্য শেয়ার করেও আপনি পড়তে পারেন বিপদে! সম্প্রতি কলকাতা পুলিশের তরফে সতর্ক করা হয়েছে, কোনও ওয়েবসাইটে ঢোকার আগে https থাকলে নিরাপদ, http থাকলে নয়। কিন্তু দেখা যাচ্ছে, কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট-এ URL শুরু হচ্ছে http দিয়ে। এই তথ্য সামনে আসাতে উদ্বিগ্ন লালবাজার।