নিরাপত্তায় যোগীর রাজ্যে চারশো কোম্পানি!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নিরাপত্তায় যোগীর রাজ্যে চারশো কোম্পানি!


নিজস্ব সংবাদদাতাঃ প্রথম দফার ভোট-সাজে উত্তরপ্রদেশে থাকছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর প্রায় চারশো কোম্পানি। হিসাব মতো, প্রায় পঞ্চাশ হাজার জওয়ান। আগামী বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ভোট শুরু সেখানে। সব থেকে বেশি নিরাপত্তা থাকছে আলিগড় ও মিরাটে।