আসানসোল পৌরনির্বাচনের বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রর্চার এ শুভেন্দুঅধিকারী!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আসানসোল পৌরনির্বাচনের বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রর্চার এ শুভেন্দুঅধিকারী!

রাহুল পাসোয়ান-আসানসোল পৌরনির্বাচনের বিজেপি প্রার্থী ১০৫ নম্বর ওয়ার্ডের ইন্দ্রানী আচার্য কোভিডবিধি উড়িয়ে বরকার ও পুরুলিয়া রোড বন্ধ করে পথসভা করেন।


 উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, আসানসোলের কুলটি বিধানসভার পৌরনির্বাচনের বিজেপির বেশ কয়েকজন প্রার্থীরাও।পথসভা শেষের পর শুভেন্দু অধিকারি পায়ে হেটে মিছিল করে নির্বাচনী প্রচার করতে গেলে পুলিশ মিছিল আটকে দেয়।