এই বাজেট মুদ্রাস্ফীতিকে উৎসাহ দেবেঃ সচিন পাইলট

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এই বাজেট মুদ্রাস্ফীতিকে উৎসাহ দেবেঃ সচিন পাইলট


নিজস্ব সংবাদদাতাঃ এই বাজেট মুদ্রাস্ফীতিকে উৎসাহ দেবে, এমনটাই মত কংগ্রেস নেতা সচিন পাইলটের। তিনি বলেন, "এই বাজেট পূর্ণ তবে কর্মসংস্থানের হদিশ নেই ৷ বর্তমানে প্রধান তিনটি সমস্যা হল কৃষকদের সমস্যা, মুদ্রাস্ফীতি ও বেকারত্ব ৷ মুদ্রাস্ফীতির কারণে জনগণ যখন জেরবার, তখন তাঁদের কিছুটা স্বস্তি দেওয়া উচিত ছিল সরকারের ৷ তবে অর্থমন্ত্রী তাঁদের হতাশ করেছেন ৷"