New Update
/anm-bengali/media/post_banners/X0D3wsK0I3L2qZmcFNvJ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এই বাজেট মুদ্রাস্ফীতিকে উৎসাহ দেবে, এমনটাই মত কংগ্রেস নেতা সচিন পাইলটের। তিনি বলেন, "এই বাজেট পূর্ণ তবে কর্মসংস্থানের হদিশ নেই ৷ বর্তমানে প্রধান তিনটি সমস্যা হল কৃষকদের সমস্যা, মুদ্রাস্ফীতি ও বেকারত্ব ৷ মুদ্রাস্ফীতির কারণে জনগণ যখন জেরবার, তখন তাঁদের কিছুটা স্বস্তি দেওয়া উচিত ছিল সরকারের ৷ তবে অর্থমন্ত্রী তাঁদের হতাশ করেছেন ৷"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us