New Update
/anm-bengali/media/post_banners/0DfFOKpNiD4qJ1qohc9x.jpg)
নিজস্ব প্রতিনিধি- বিগ বস ১৫তম সিজনের প্রতিযোগী এবং টেলিভিশন ধারাবাহিকের অন্যতম অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য গতকালই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক ছবি শেয়ার করে এবং সেখানে দেখা যায় তার দীর্ঘদিনের প্রেমিক বিশালের সঙ্গে তার বাগদান হচ্ছে। তা নিয়েই অনুগামী থেকে শুরু করে সর্বত্র ছড়িয়ে পড়ে সেই খবর। আসলে সেগুলো ছিল এক প্রমোশনাল স্টান্ট।অনুরাগীদের সঙ্গে খুনসুটি করেছিলেন তারা। পরে লাইভে এসে আসল ঘটনা জানালো এই জুটি। লাইভে বলেন, 'আমরা এনগেজ ঠিকই কিন্তু সেটা একটি গানের জন্য গানটির নাম 'ইটস অফিশিয়াল' এবং এটি একটি রোমান্টিক গান। ' অর্থাৎ দেবলীনা ও বিশাল একসঙ্গে এক মিউজিক ভিডিও প্রকাশ করতে চলেছে। এবং তা নিয়েই অনুগামীদের সঙ্গে ছোট্ট একটা প্রাঙ্ক করেন তারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us