মমতাকে পাল্টা জবাব রাজ্যপালের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মমতাকে পাল্টা জবাব রাজ্যপালের

নিজস্ব সংবাদদাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরপর আক্রমণের পর এবার জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি সাফ জানালেন কোনও কুকথা বলে তাঁকে সাংবিধানিক দায়িত্ব পালন করা থেকে বিরত করা যাবে না। রাজ্যপাল বলেন, ‘আমি সংবিধানের নামে শপথ নিয়েছি। আমার দায়িত্ব রাজ্যে আইনের শাসন সঠিক ভাবে পালন করা হচ্ছে কিনা, তা দেখা।’ কোনও প্রমাণ ছাড়া রাজ্যপাল ও রাজভবনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ভয়ঙ্কর অভিযোগ এনেছেন বলেও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, আইন ভেঙেছেন প্রমাণ করতে পারলে ইস্তফা দেবেন তিনি। বুধবার নেতাজি ইন্ডোরের সভা থেকে রাজ্যপালের নাম না করে ‘ঘোড়ার পাল’ বলে কটাক্ষ করেন মমতা। আর তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী ভুল তথ্য দিচ্ছেন বলেও দাবি করেছেন তিনি।