নিজস্ব সংবাদদাতা : গাজিয়াবাদে সমাজবাদী বিজয় যাত্রা থেকে বিজেপিকে এক হাত নিলেন অখিলেশ যাদব। তিনি বলেন, "উত্তরপ্রদেশের জনগণ নেতিবাচক রাজনীতির অবসান ঘটাতে চায় এবং এগিয়ে যেতে চায়। এটি একটি আখের অঞ্চল এবং কৃষকরা সময়মত এবং বর্ধিত ভর্তুকি চায়, তাই তারা এসপি-আরএলডিকে বিশ্বাস করে... আমাদের জোট সত্য এবং সরকার থেকে মিথ্যাবাদীদের সরিয়ে দেবে।"