New Update
/anm-bengali/media/post_banners/hc3Gc1tQlsRKLRWzUS8s.jpg)
নিজস্ব প্রতিনিধি-নতুন ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া' তে অভিনয় করতে দেখা যাবে রুপাঞ্জনা মিত্র কে। ধারাবাহিকে তাকে দেখা যাবে এক অন্য অবতারে। তার পছন্দ তার পুত্রবধূ যেন পরমা সুন্দরী হয়।তবে ব্যক্তিগত জীবনে রুপাঞ্জনা কেমন? সম্প্রতি এক সাক্ষাৎকারের রুপাঞ্জনা বলেছেন, 'আমি সবসময় বিশ্বাস করি, সৌন্দর্য্য নির্ভর করে যে দেখছে তার চোখের উপর। আর হ্যাঁ, আমি এও বিশ্বাস করি একজন ভালো শিল্পী হতে গেলে একটা সুন্দর মন লাগে।' কিছুদিন আগেই বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী এক পোষ্টে লিখেছিলেন একজন ভালো শিল্পী হতে গেলে একটা সুন্দর মন লাগে। তিনি সেই পোষ্টে মন্তব্য করেছিলেন, 'আমি আপনাকে সমর্থন করছি '। অভিনেত্রী বলেন সেই পোস্টে লাভ রিয়্যাক্ট করেছিলেন নওয়াজ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us