হাড় কাঁপানো ঠান্ডায় কাবু আলিপুরদুয়ারবাসী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
হাড় কাঁপানো ঠান্ডায় কাবু আলিপুরদুয়ারবাসী

সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ারঃ প্রচন্ড ঠান্ডায় কাঁপছে আলিপুরদুয়ার। বুধবার সকাল থেকেই আলিপুরদুয়ারে আকাশ মেঘলা। রোদ উঠলেও রোদের কড়া প্রভাব পড়েনি। পাশাপাশি সকাল থেকেই আলিপুরদুয়ারে কনকনে শৈত হাওয়া বইছে । যার ফলে প্রচন্ড ঠান্ডা রয়েছে। এই মুহুর্তে আলিপুরদুয়ারের তাপমাত্রা নেমে ৯°ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। সাধারণ মানুষ স্বাভাবিক ভাবে কাজে বেরোলেও রীতিমতো ঠান্ডায় জবুথবু । কুয়াশা একদমই নেই । মানুষ ঠান্ডার হাত থেকে রেহাই পেতে রাস্তায় আগুন জালাচ্ছে।পাশাপাশি প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করেই সাধারণ মানুষ কাজে বেরিয়েছে। সব মিলিয়ে প্রচন্ড ঠান্ডায় কাবু আলিপুরদুয়ারের বাসিন্দারা।