New Update
/anm-bengali/media/post_banners/gQ1N8hGr64O6buN5Zl0b.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য-রাজ্যপাল সংঘাত আবহ টেনে মমতা বলেন, " এখানে দিয়েছে একটা ঘোড়ার পাল। একদল ঘোড়ার পাল, রাজ্য শাসন করতে পাঠিয়েছেন। ২৬ জানুয়ারি আমি একটা ঘোড়াকে দেখেছিলাম। মাউন্টেড পুলিশও জানতে পেরে গেল, ঘোড়ার পাল। সকাল নেই, সন্ধে নেই সবসময় আমাকে গালাগাল করছে। আবার আমাকেই টুইট করছে। ঘরে বসে দূরবীন দিয়ে বাংলায় উনি শুধু খুন, হিংসা দেখছেন। দিল্লি, উত্তরপ্রদেশে কী হয়েছে দেখেছেন? গুজরাতে কী হচ্ছে দেখেছেন? দেখবার চেষ্টা করেছেন? মা ক্যান্টিনের টাকার কৈফিয়ত দিতে হবে বলছে। বলছে আমার নির্দেশ মানতে হবে। কাউন্সিলর তো কখনও হতে পারোনি, শুধু বড় বড় কথা। মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া কোনও কাজ করা যায় না। কিন্তু, যখন তখন মুখ্যসচিবকে ডাকছেন।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us