New Update
/anm-bengali/media/post_banners/SShqskiBgFUY43ExK9o3.jpg)
নিজস্ব প্রতিনিধি- ফের পিছিয়ে গেল 'ভুলভুলাইয়া ২' এর মুক্তির দিন। ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। আগামী ২০ মে মুক্তি পাবে এই ছবি। যার ফলে পরিচালক রাজামৌলির ছবি 'আর আর আর' এর সাথে মুক্তি কে এড়ানো যাবে। 'আর আর আর' ছবি মুক্তি পাচ্ছে ২৫শে মার্চ।এদিকে 'ভুলভুলাইয়া ২' এর প্রথমে মুক্তির সময় ছিল ২৫ শে মার্চ। দুই ছবির সংঘর্ষ এড়াতেই পেছানো হলো কার্তিক ও কিয়ারার ছবির তারিখ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us