New Update
/anm-bengali/media/post_banners/kSPp7nEmWnjYNGgNKyHN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ করোনা পরিস্থিতি নিয়ে সাপ্তাহিক আপডেটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, বিগত এক মাসে সংগৃহীত নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে, সংক্রমণের ৯৩ শতাংশ ওমিক্রন ভ্যারিয়েন্ট এবং এর একাধিক সাব ভ্যারিয়েন্ট যেমন বিএ.১, বিএ১.১, বিএ.২ ও বিএ.৩-র খোঁজ মিলেছে। বিএ.১ ও বিএ১.১- এই দুটি সাব ভ্যারিয়েন্টই প্রথম চিহ্নিত করা হয়েছিল। বিশ্বে মোট ওমিক্রন সংক্রমণের ৯৬ শতাংশ এই দুটি সাব ভ্যারিয়েন্টের মাধ্যমে ছড়িয়েছে বলে জানা গিয়েছে। তবে বর্তমানে বিএ.২ সাব ভ্যারিয়েন্ট দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। আসল ওমিক্রন ভ্যারিয়েন্টের তুলনায় এর চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা, কারণ এটি ফের অভিযোজিত বা মিউটেট হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us