New Update
/anm-bengali/media/post_banners/PUJlbpCo05ZQbojp9kFL.jpg)
নিজস্ব প্রতিনিধি- প্রভাস অভিনীত ছবি 'রাধে শ্যাম' এর মুক্তির সময় ঘোষিত হলো। ১১ই মার্চ মুক্তি পাচ্ছে এই ছবি।সোশ্যাল মিডিয়ায় ছবির নতুন পোস্টার শেয়ার করে ছবির নির্মাতারা এ কথা ঘোষণা করেছেন। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পূজা হেগড়ে ও প্রভাস কে।১১ ই মার্চ ছবিটি হিন্দি,তেলেগু, তামিল,কন্নড়, মালায়ালমে,মুক্তি পাবে।ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন কৃষ্ণ কুমার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us