দিগবিজয় মাহালী, ডেবরাঃ ডেবরা থেকে বাড়ি ফেরার পথে বাইক নিয়ে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পরে এক যুবক। নাম কৌশিক শাসমল। বয়স-৩২। বাড়ি ডেবরার মকারিমপুর এলাকায়।সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ ডেবরার বাংলো এলাকায় ঘটে এই ঘটনা।প্রায় বেশ কিছুক্ষন বেহুশ হয়ে পড়ে থাকে ওই যুবক।পরে স্থানীয়রা আহত যুবককে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাইকের।