নিজস্ব সংবাদদাতাঃ ফের সুন্দরবনে বাঘের হানায় জখম মৎস্যজীবী। স্থানীয় সূত্রে খবর, কুলতলির দেউলবাড়ির বাসিন্দা শঙ্কর সর্দার তিন সঙ্গীকে নিয়ে গত শুক্রবার সুন্দরবনের বেনিফেলির জঙ্গলে কাঁকড়া ধরতে যান। গতকাল নৌকার ওপর ঝাঁপিয়ে পড়ে ওই মত্স্যজীবীকে আক্রমণ করে বাঘ। সঙ্গীদের চিত্কারে বাঘ জঙ্গলে ফিরে গেলেও, গুরুতর জখম হন ওই মত্স্যজীবী। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।