চিরকুন্ডা সেতু থেকে ছিনতাই ৪ লাখ ৭০ হাজার টাকা!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
চিরকুন্ডা সেতু থেকে ছিনতাই ৪ লাখ ৭০ হাজার টাকা!


রাহুল পাসোয়ান,আসানসোলঃ চিরকুন্ডা থানার অন্তর্গত বরাকর ব্রীজে, মুখোশধারী বাইক আরোহীরা সোনু ডালমিয়া এবং বরাকর স্টেশন রোডের ব্যবসায়ী সুরেশ ডালমিয়ার ছেলে মুন্সি গোপাল প্রসাদকে মারধর করে বলে অভিযোগ। পাশাপাশি দুষ্কৃতিরা প্রকাশ্য দিবালোকে ৪ লক্ষ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। চিরকুণ্ডা থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তথ্য অনুযায়ী, সোমবার বেলা ১২টার দিকে ব্যবসায়ী সোনু ডালমিয়া ও মুন্সি গোপাল প্রসাদ টাকা নিয়ে বাইকে করে চিরকুণ্ডায় অবস্থিত ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আসছিলেন। সেই সময় পিছন থেকে লাল রঙের পালসার বাইকে তিন মুখোশধারী এসে ব্যবসায়ী ও তার কর্মীকে মারধর করে ৪ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চিরকুণ্ডার দিকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।