নিজস্ব সংবাদদাতাঃ আজ সংসদের বাজেট অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি বলেন, ‘মহিলা ক্ষমতায়নে আমাদের সরকার সর্বদাই গুরুত্ব দিয়েছে।’ উজ্জ্বলা যোজনা, বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের প্রশংসা করেন রাষ্ট্রপতি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, সেনাবাহিনীতে মেয়েদের গুরুত্ব বেড়েছে, পুলিশেও মহিলাদের উপস্থিতি বেড়েছে। মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার উদ্যোগেরও প্রশংসা করেছেন কোবিন্দ।