New Update
/anm-bengali/media/post_banners/HsaOSw5WF6n4Cp1mPqlW.jpg)
নিজস্ব প্রতিনিধি-ছোটপর্দায় জনপ্রিয়তা লাভ করার পর এবার বড় পর্দায় আসছে 'দ্য একেন'।ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একেন বাবুর প্রথম লুক শেয়ার করা হয়েছে।সঙ্গে লেখা 'ফিল্মিং নাও',অর্থাৎ শুটিং চলছে।শুটিং পুরোদমে শুরু হয়ে গেছে।যে ছবি শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ক্যামেরার দিকে পিছন করে দাঁড়িয়ে রয়েছে তিনজন, এবং তাদের সামনে কাঞ্চনজঙ্ঘা। ছবিতে একেনবাবুর চরিত্রে অভিনয় করছে অনির্বাণ চক্রবর্তী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us