নিজস্ব সংবাদদাতাঃ রাষ্ট্রপতির ভাষণে শুরু হল বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ‘করোনার বিরুদ্ধে ভারতের লড়ার প্রমাণ মিলেছে কোভিড ভ্যাকসিন তৈরির মাধ্যমে। এক বছরের কম সময়ের মধ্যে ১৫০ কোটি ভ্যাকসিন ডোজ দিতে সক্ষম হয়েছি আমরা'। এর পাশাপাশি তিনি জানান, 'আজ গোটা বিশ্বে সবচেয়ে বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া দেশগুলির মধ্যে অন্যতম ভারত'।