নিজস্ব সংবাদদাতাঃ রাষ্ট্রপতির ভাষণে শুরু হল বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি উল্লেখ করেন, ভগবান বিরসা মুন্ডার জন্মদিবস উপলক্ষে ১৫ নভেম্বর ‘জনজাতি গৌরব দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি, এবার প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান নেতাজির জন্মজয়ন্তী ২৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি রাষ্ট্রপতি বলেন, 'আমার সরকার মনে করে, অতীতের থেকে শিক্ষা নেওয়া উচিত, যা দেশের বর্তমান সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ'।