একাধিক ভোল বদল হতে চলেছে ছোট লাল বাড়ির!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
একাধিক ভোল বদল হতে চলেছে ছোট লাল বাড়ির!


নিজস্ব সংবাদদাতাঃ নানাবিধ কাজে আসা নাগরিকদের সুবিধার্থে কলকাতা পুরসভার একাধিক পরিষেবামূলক দফতরকে সরিয়ে ভবনের দোতলায় আনার পরিকল্পনা করছেন পুর কর্তৃপক্ষ। সূত্রের খবর, সেখানে মেয়রের ঘরের পাশেই বসবেন মেয়র পারিষদেরা। এ ছাড়া পুরসভা থেকে অবাঞ্ছিত ফাইল, পুরনো আসবাব থেকে বস্তা— সবই সরিয়ে ফেলা হবে। মেয়র ফিরহাদ হাকিম বলছেন, ‘‘অতিরিক্ত ভার কমাতেই পুর ভবন থেকে অবাঞ্ছিত সামগ্রী সরানো হবে। এতে পুর ভবনের আয়ুও বাড়বে।’’