টেনিস ইতিহাসে অক্ষয় হয়ে গেলেন রাফায়েল নাদাল!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
টেনিস ইতিহাসে অক্ষয় হয়ে গেলেন রাফায়েল নাদাল!

নিজস্ব সংবাদদাতাঃ ইতিহাস তৈরি করলেন রাফায়েল নাদাল। টেনিস ইতিহাসে অক্ষয় হয়ে গেলেন রাফায়েল নাদাল। সেরার সেরা কামব্যাক ঘটিয়ে ড্যানিল মেডভেদভকে হারিয়ে প্ৰথমবারের মত সিঙ্গলসে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন মহাতারকা। অস্ট্রেলীয় ওপেন শুরুর আগে রজার ফেদেরার এবং নোভাক জকোভিচের সঙ্গে গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যায় ২০-তে আটকে ছিলেন তিনি। তবে রবিবার মহা-ম্যাচের পরে ২১-এ প্ৰথমবার পা রাখলেন তিনি।