মেদিনীপুর জেলায় দাপাচ্ছে ৫০ টি হাতি, দেখুন ভিডিও

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মেদিনীপুর জেলায় দাপাচ্ছে ৫০ টি হাতি, দেখুন ভিডিও


নিজস্ব সংবাদদাতাঃ ফের হাতির পালের দ্বারা ক্ষতির মুখে কৃষকরা। কয়েকদিন ধরে ২০ টি হাতির দুটি পাল জেলার বিভিন্ন এলাকা দাপিয়ে বেড়িয়েছে। ক্ষতি করেছে সদ্য রোয়া ধান গাছ ও আলুর। নতুন করে মেদিনীপুর গ্রামীণে প্রবেশ করল ৩০ টি হাতির একটি পাল। ঝাড়গ্রামের মানিকপাড়া থেকে কংসাবতী নদী পেরিয়ে রবিবার সকালে মেদিনীপুর গ্রামীণের মনিদহতে প্রবেশ করে হাতির ওই পালটি। মনিদহ, পলাশিয়া এলাকায় ক্ষতি করে আলু ও ধানের চারা গাছের। পরে স্থানীয়দের তাড়া খেয়ে চাঁদড়ার জঙ্গলে প্রবেশ করে। অন্যদিকে ১০ টি করে হাতি থাকা এমন দুটি দল হুমগড় ও মেদিনীপুর বনবিভাগের লালগড়ের জঙ্গলে ডেরা বাঁধে। স্থানীয় বাসিন্দারা জানান, হাতি যে পরিমাণ ফসল খায়, তার থেকে বেশি পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে। বন দফতরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এলাকায়। স্থানীয়দের জঙ্গলে প্রবেশ ও রাতে জঙ্গল পথ দিয়ে যাতায়াত না করার বার্তা দেওয়া হয়েছে। বন দফতরের এক আধিকারিক বলেন, হাতির পালগুলিকে অন্যত্র সরানোর চেষ্টা চলছে।