New Update
/anm-bengali/media/post_banners/z9ZF3mb9xJGyxjVfLYxt.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিপুল তুষারপাতে জর্জরিত আমেরিকা। যার জেরে একাধিক জায়গায় জারি হল চরম সতর্কতা। একাধিক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এছাড়া পরিবহণ ব্যবস্থা অবধি বিপর্যস্ত। নিউ ইয়র্ক-সহ একাধিক অঞ্চলে জারি হয়েছে জরুরি অবস্থা। বস্টন, ম্যাসাচুসেটস, নিউ ইয়র্ক সহ বিভিন্ন অঞ্চলের প্রায় সাত কোটি মানুষ এখন ঘরবন্দি হয়ে রয়েছেন। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, গত কয়েক বছরে এমন তুষার ঝড় হয়নি।শুধু শনিবারই প্রায় সাড়ে তিন হাজার উড়ান বাতিল করা হয়। রবিবার আরও এক হাজার উড়ান বাতিল হতে পারে বলে খবর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us