New Update
/anm-bengali/media/post_banners/5oO7xLYiqfmqRPzExYr2.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ৫ উইকেটে গতকাল বাংলাদেশের বিরুদ্ধে জিতেছে ভারত। ভারতকে জেতানোর পিছনে নতুন পেসার বাংলার রবির অনেক বড় অবদান আছে। বাংলাদেশকে প্রথম ধাক্কাটা সে-ই দেয় প্রথম। ভারতকে জেতানোর পর রবি বলেন, “সহজ পরিকল্পনা ছিল আমার। সঠিক লাইনে বল করা এবং বিপক্ষকে চাপে রাখা, এটাই ছিল আমার পরিকল্পনা। শেষ কয়েক দিন অনুশীলনও ভাল হয়েছিল। এক সঙ্গে বেশ কিছু দিন ধরে আমরা অনুশীলন করছি। এখনও অবধি দারুণ অভিজ্ঞতা হয়েছে। আশা করি পরের পর্বটাও ভাল হবে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us