/anm-bengali/media/post_banners/MRIpTWvLLhoovMqMnZpa.jpg)
​
হত্যাচেষ্টার মামলায় প্রধান আসামি নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী
অমি জামিন পেয়েছেন। মঙ্গলবার দুপুরে পাঁচ হাজার টাকা মুচলেকায় ঢাকার
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. শাহজাদী তাহমিদা তাদের জামিন
মঞ্জুর করেন। এরই মধ্যে আলোচিত এবং সমালোচিত চলচ্চিত্র নায়িকা পরিমণি
ফেসে যাচ্ছেন বলে আবারো গুঞ্জণ শুরু হয়েছে। গুঞ্জণ শুরু হয়েছে মামলা
মিথ্য প্রমাণিত হতে পারে। আর এমনটা হলে পরিমণি ফেসে যাবেন। এছাড়াও
চিত্রনায়িকা পরিমণি এ পর্যন্ত কয়টি ছবিতে কাজ করেছেন, সেগুলোর
পারিশ্রমিক, কয়টি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এবং বিজ্ঞাপনে মডেলিংবাবদ মোট
কতটাকা পেয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।​
একটি সূত্রে জানা গেছে, বাংলাদেশের চিত্রনায়িকা পরিমণি এ পর্যন্ত যে টাকা
পারিশ্রমিক পেয়েছেন তা তার একটি গাড়ির দামের চেয়ে কম। অথচ তার বিলাশবহুল
ফ্ল্যাট, সাড়ে ৩ কোটি টাকা দামের গাড়ি, দামি দাবি ফার্নিচার সব মিলিয়ে
বিশাল বিত্তবৈভবের মধ্যে দিয়ে জীবন যাপন করতেন পারিমণি। তার এই দিকগুলোও
খতিয়ে দেখা শুরু হয়েছে।
মঙ্গলবার পাঁচ দিনের রিমান্ড শেষে নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন
সিদ্দিকী অমিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে
পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার
আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা সাভার থানার পুলিশ পরিদর্শক কামাল
হোসেন।
অন্যদিকে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমীদা তাদের জামিন আবেদন
মঞ্জুর করে আদেশ দেন। এর আগে ২৩ জুন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
রাজীব হাসান শুনানি শেষে তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৫
জুন সাভার থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন তাদের গ্রেফতার দেখিয়ে ১০
দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। নাসির ও অমি মাদক মামলায় রিমান্ডে
যাওয়ায় ওই দিন রিমান্ড শুনানি হয়নি। মাদক মামলায় রিমান্ড শেষে মঙ্গলবার
তাদের আদালতে হাজির করা হয়। এরপর বিচারক তাদের পরীমনিকে
ধর্ষণ-হত্যাচেষ্টার মামলায় করা রিমান্ড আবেদনের শুনানির জন্য দিন ধার্য
করেন। গত ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু
অমির নাম উল্লেখ্য করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমণি সাভার থানায়
মামলা করেন। এরপর বিষয়টি নিয়ে তৎপর করে পুলিশ। পরীমণির মামলার
পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ
পাঁচজনকে গ্রেফতার করা হয়। এরপর রাজধানীর বিমানবন্দর থানায় করা মাদক
মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সূত্র জানায়, বোট ক্লাবের কেলেঙ্কারিতে জড়িয়ে চিত্রনায়িকা পরীমণির
বিলাসবহুল জীবনযাপনের নানা ঘটনা এখন ধীরে ধীরে বের হয়ে আসছে। চলচ্চিত্রে
সাফল্যহীন এ নায়িকা কিভাবে এত ধন-সম্পদের মালিক হলেন, তা নিয়ে নানা খবর
এখন বের হচ্ছে। তার উচ্ছৃঙ্খল জীবনেরও নানা ঘটনা প্রকাশিত হচ্ছে।
অভিজাত এলাকা বনানী ১৯/এ সড়কের ১২ নম্বর বাড়ির পাঁচতলার একটি ফ্ল্যাটে
বসবাস করেন পরীমণি। বিলাসবহুল এ ফ্ল্যাটের দাম ১০ কোটি টাকারও অধিক বলে
অনেকে বলছেন। এ ফ্ল্যাট পরীমণি কিভাবে কিনলেন এবং কোটি টাকা মূল্যের
গাড়িতে চড়েন। চলচ্চিত্রে তিনি যে কয়টি সিনেমায় অভিনয় করেছেন এবং যেগুলো
মুক্তি পেয়েছে সবগুলোতে তার অভিনয়ের পারিশ্রমিক মিলিয়েও তার গাড়ির
মূল্যের সমান হবে না, ফ্ল্যাট কেনা অনেক পরের কথা। প্রায় অর্ধযুগের
ক্যারিয়ারে এমন আলিশান ফ্ল্যাট ও গাড়িতে চড়ার কথা চলচ্চিত্রের প্রতিষ্ঠিত
ও জনপ্রিয় অনেক নায়ক-নায়িকার পক্ষে করা সম্ভব হয়নি। ফলে চলচ্চিত্রাঙ্গণের
লোকজনের মধ্যে প্রশ্ন উঠেছে, পরীমণি কিভাবে এত ধন-সম্পদের মালিক হলেন।
এসব প্রশ্নের উত্তরে একটি কথায়ই তারা বলছেন, সমাজের উপরতলার প্রভাবশালী
মহলে পরীমণির অবাধ যাতায়াত এবং সম্পর্কের কারণে এত টাকার মালিক হয়েছেন।
নায়িকা হয়ে তা করা সম্ভব নয়। তিনি যদি সুপারহিট সিনেমার নায়িকাও হতেন,
তাহলেও ৬ বছরে এত সম্পদের মালিক হতে পারতেন না। প্রভাবশালী মহলের
ছত্রছায়ায় পরীমণি বেপরোয়া জীবনযাপন করা শুরু করেন। তার ফ্ল্যাটে রয়েছে
আলাদা মদের বার। যেখানে বিশ্বের নামিদামী ব্র্যান্ডের মদ সারিবদ্ধভাবে
সাজানো রয়েছে। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে বিশ্বের কোনো দামী মদের
বারে ঢুকে পড়েছি।
গত ১৩ জুন রাতে ধর্ষণের ও হত্যাচেষ্টার অভিযোগ এনে নিজ বাসায় সংবাদ
সম্মেলন করেন পরীমণি। এ সময় পরীমণির মদের বার অনেক সাংবাদিকের চোখে পড়ে।
একজন নায়িকার বাসায় মদের বার দেখে তারা বিস্ময়ে হতবাক হয়ে যায়। শুধু তাই
নয়, পরীমণি দলবল নিয়ে রাতের বেলা অভিজাত পাড়ার বিভিন্ন ক্লাব ও বারে ঘুরে
বেড়ান বলে অভিযোগ উঠেছে। ৬ মাস আগে বনানী ক্লাবে গিয়ে ভাংচুর করার পর গত
৮ জুন রাতে বন্ধু-বান্ধব নিয়ে অল কমিউনিটি ক্লাবেও ভাংচুর করেন বলে
অভিযোগ উঠেছে।
এদিকে ঢাকা বোট ক্লাবে পরীমণি কান্ডের পর বেশ কিছু বিষয় খতিয়ে দেখতে শুরু
করেছে পুলিশ। নিয়ম ভেঙে কয়েকটি ক্লাবে মধ্যরাতে পরীমণির যাতায়াত এবং মদ
পানের খোঁজখবর করছে বলে জানা যায়। এরই মধ্যে বনানী থানা পুলিশ গুলশানের
একটি অভিজাত ক্লাবের বার বয়ের বক্তব্য জানতে যোগাযোগ করেছে। এছাড়া আরো
কয়েকটি অভিজাত ক্লাবের কর্মকর্তারা পুলিশকে জানিয়েছেন, মধ্যরাতে নিয়ম
ভেঙে পরীমণির জন্য বার খোলা রাখতে হয়। তারা পুলিশকে বলছেন, মদের আসর
বসানোর গল্পও। ঢাকার একাধিক সোশাল ক্লাবের কর্মকর্তারা আইন-শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।
শামসুন্নাহার স্মৃতির অর্থাৎ পরীমণির জন্ম নড়াইলে। মাত্র আড়াই বছর বয়সেই
মা সালমা সুলতানাকে হারান তিনি। একটু বড় হয়ে হারান বাবাকেও। পরীমণি বড়
হয়েছেন পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে। সেখান থেকেই মাধ্যমিক এবং
উচ্চ মাধ্যমিক শেষ করেন। সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে বিএ
(অনার্স)-এ পড়াকালীন ২০১১ সালে ঢাকায় চলে আসেন এবং বাফায় নাচ শেখেন। ওই
সময়ই ধীরে ধীরে তিনি বিনোদন জগতে পা রাখেন। শুরুতে নাটক ও মডেলিং নিয়ে
ব্যস্ত ছিলেন। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি
‘সেকেন্ড ইনিংস’, ‘এক্সক্লুসিভ’, ‘এক্সট্রা ব্যাচেলর’, ‘নারী ও নবনীতা
তোমার জন্য’ এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এরপর রূপালী পর্দায়
অভিনয় শুরু করেন পরীমণি। সাধারণত কোনো নবাগত অভিনেতা বা অভিনেত্রীর কোনো
চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর বা ওই চলচ্চিত্র হিট হওয়ার পরই সাধারণ মানুষ
ওই অভিনেতাকে চেনেন বা তার সম্পর্কে জানেন। এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন
পরীমণি। ২০১৩ সালের শেষের দিকে প্রথম ছবির শুটিং করেন তিনি। ওই ছবি
মুক্তি পাওয়ার আগেই তিনি অভিনয় করে ফেলেন এক ডজনেরও বেশি ছবিতে। এ ছাড়া
চুক্তিবদ্ধ হন দেড় ডজন ছবিতে। রীতিমতো হৈচৈ পড়ে যায় চারদিকে। কিন্তু অতি
অল্প সময়ে এত বেশি সংখ্যক ছবিতে অভিনয় করলেও আলোর মুখ দেখছিল না তার
অভিনীত কোনো ছবি-ই। অবশেষে ২০১৫ সালের ২৭শে ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশের
অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরীমণির প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা
সীমাহীন’।
রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে বেশি আলোচনায় আসেন পরীমণি।
সাভারের রানা প্লাজা ধস এবং ১৭ দিন ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া পোশাক
শ্রমিক রেশমাকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বাণিজ্যিক প্রেমের সিনেমা
ছিল ‘রানা প্লাজা’। এতে রেশমা’র ভূমিকায় অভিনয় করেন পরীমণি। কিন্তু
বেশকিছু দৃশ্য, রানা প্লাজা ধসের চিত্রায়ন প্রভৃতি নিয়ে সেন্সর বোর্ড
আপত্তি জানালে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। শেষ পর্যন্ত যে ছবির কারণে
পরীমণি আলোচনায় আসেন, সেটি আর আলোর মুখ দেখেনি। শুধু কাজ দিয়ে নয়,
ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিগত কারণে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন
তিনি। অনেক পুরুষের সঙ্গেই পরীমণির বিয়ের কথা প্রকাশ্যে এসেছে।
২০১৬ সালে প্রকাশ্যে আসে পরীমণির স্বামী ভোলার ইসমাইল। তাদের দুটি একান্ত
ছবিও প্রকাশ্যে আসে। কিন্তু পরীমণি পুরো বিষয়টাকে অস্বীকার করে। এই ঘটনা
নিয়ে আলোচনা যখন তুঙ্গে, সেই সময় শাকিল রিয়াজ নামের একজন ফেসবুকার
পরীমণির আর এক স্বামীর কথা প্রকাশ্যে আনেন। তিনি জানান পরীমণির স্বামী
সৌরভ কবীর। সৌরভ কবীরের সঙ্গে ৩ বছর প্রেম করার পরে তারা নিজেদের ইচ্ছায়
বিয়ে করেন ২০১২ সালের ২৮ এপ্রিল। পরে সেটা দুই পরিবার থেকেই মেনে নেয়।
সৌরভ কবীরের বাসা যশোরের কেশবপুরে। তিনি পেশায় একজন প্রফেশনাল ফুটবলার।
জানা যায়, সৌরভ কবীরের পরিবারের সম্মতিতেই মিডিয়া জগতে প্রবেশ করেন
পরীমণি। তারা নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা করে তাদের এ সম্পর্কের কথা
আড়াল করে রেখেছেন। এরপরে তাদের বিয়ের কাবিননামাও প্রকাশ করা হয়। এরপরেও
বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরীমণির প্রেমের সম্পর্ক গড়ে ওঠা এবং
সেগুলো ভেঙে যাওয়ার খবর বের হয়। সাংবাদিক তামিম হাসানের সঙ্গেও পরীমণির
প্রেম ও বাগদানের খবর প্রকাশিত হয়েছিল। যদিও বিয়ের আগেই তা ভেঙে যায়। গেল
বছর ৯ই মার্চ অভিনেত্রী ও পরিচালক হƒদি হকের অফিসে কাজী ডেকে বিয়ে করেন
পরীমণি ও পরিচালক-থিয়েটারকর্মী কামরুজ্জামান রনি। নিজের বিয়ের খবর জানান
দিয়ে পরীমণি লিখেছিলেন, জানেন, আমরা তিন টাকায় বিয়ে করেছি! কিউট না?
কিন্তু কিছুদিন বাদেই সে বিয়ে ভেঙে যাবার খবর বের হলে পরীমণি নিশ্চুপ হয়ে
যান। গণমাধ্যমে বিয়ের প্রসঙ্গ এলে স্বামীর বিষয় যেন না টানা হয় তা বলে
দেন। জানিয়ে দেন, বিয়ে নিয়ে তিনি কোনো কথা বলতে চান না। পরীমণিকে নিয়ে
আলোচনায় যেন কখনই ভাঁটা পড়েনি। সবসময়ই শিরোনামে ছিলেন এই নায়িকা।
বেশ কয়েক বছর ধরে নিয়মিতভাবে ঈদুল আজহায় সহকারী শিল্পীদের জন্য এফডিসিতে
কোরবানি দিয়েও সংবাদ শিরোনাম পরীমণি। এছাড়াও সাড়ে তিন কোটি টাকার গাড়ি
কিনে আলোচনায় আসেন পরীমণি। করোনাকালে পাঁচ তারকা হোটেলে নিজের জন্মদিন
উদযাপন করে আলোচনার জন্ম দেন তিনি। পরীমণি অভিনীত ২০১৫ সালে
মুক্তিপ্রাপ্ত তার অন্যান্য উল্লেখ্য যোগ্য চলচ্চিত্রগুলো হল ‘মন জুড়ে
তুই’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘নগর মাস্তান’, ‘মহুয়া সুন্দরী’। ২০১৬ সালে
মুক্তি পায় ‘মন জানে না মনের ঠিকানা’, ‘পুড়ে যায় মন’, ওয়াজেদ আলী সুমনের
অ্যাকশনধর্মী ‘রক্ত’, এবং শফিক হাসানের ‘ধূমকেতু’। ২০১৭ সালে মুক্তি পায়
‘কত স্বপ্ন কত আশা’, ‘আপন মানুষ’, ‘সোনা বন্ধু’, এবং মালেক আফসারীর
‘অন্তর জ্বালা’। তারপর মুক্তি পায় গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্ন জাল’ ও
চয়নিকা চৌধুরীর ‘বিশ্ব সুন্দরী’সহ বেশ কিছু সিনেমা। তাছাড়া জনপ্রিয় হবার
পর পরীমণি বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। এরমধ্যে রয়েছে লাক্স,
স্যান্ডেলিনা, ওয়াল্টন, প্রান আপ, প্রান চাটনিসহ ইত্যাদি পণ্যের প্রমোশন।
এছাড়াও মুক্তির অপেক্ষায় অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, বায়োপিক, প্রীতিলতাসহ
বেশ কয়েকটি চলচ্চিত্র। তিনি একধারে শাকিব খান, বাপ্পী, সাইমন জায়েদ খানসহ
সবার সঙ্গে অভিনয় করেছেন। আবার চলচ্চিত্র ও বিজ্ঞাপনের সূত্রে গিয়াস
উদ্দিন সেলিম, মোস্তফা সরয়ার ফারুকী, মাসুদ হাসান উজ্জলের মতো
ডিরেক্টরদের সঙ্গেও কাজ করেছেন।
আরও খবরঃ https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=6264/ https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=6271
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us