দিগবিজয় মাহালি,মেদিনীপুরঃ একেই বোধহয় বলে মাঘের শীত বাঘের গায়ে। কনকনে ঠান্ডায় কাঁপছে খড়্গপুর, মেদিনীপুর সহ গোটা জেলা। শীতের এই মরণ কামড়ে শুধু গরম পোশাকেই ঠান্ডা কাটছে না। তাই গতকাল সন্ধ্যার পর থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেল শহরের বাসিন্দাদের দেখা গেল রীতিমতো আগুন জ্বেলে শরীর গরম করতে। ঠান্ডা থেকে মুক্তি পেতে আগুনই যেন এখন তাঁদের একমাত্র ভরসা।