New Update
/anm-bengali/media/post_banners/orTVAWAOZsLaTIj8BSIG.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল মোহনবাগানে পর পর তিনটে গোল করে ক্লাবের সেরা নায়ক হয়ে গেলেন কিয়ান নাশিরি। তিনি টাংরি-র বদলে মাঠে নেমেছিলেন। ৬১ মিনিটের মাথায় তিনি মাঠে নেমেছিলেন। তাঁর হাতে সময় ছিল মাত্র ২৯ মিনিট। কিন্তু ‘বাপ কা বেটা’-র মতো তিনি ২৯ মিনিটেই নিজেকে ম্যাচের সেরা নায়ক বলে প্রমাণিত করলেন। তাঁর পিতা যে জার্সি গায়ে কোনোদিন দেয়নি, সেই জার্সিতেই নায়ক হলেন কিয়ান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us