নিজস্ব সংবাদদাতাঃ পথ-নিরাপত্তা বিধি ভাঙার ক্ষেত্রে উচ্চ হারে জরিমানা আদায়ের নয়া নির্দেশিকার বিরুদ্ধে আগেই পথে নেমেছে একাধিক পরিবহণ সংগঠন। শনিবার ওই নির্দেশিকার বিরুদ্ধে যৌথ কর্মসূচি নিতে বৈঠকে বসেছিল বাস, মিনিবাস, ট্রাক এবং স্কুলবাসের সাতটি সংগঠন। এ দিন সংগঠনগুলির যৌথ মঞ্চ ‘পরিবহণ বাঁচাও কমিটি’র পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ওই নির্দেশিকা প্রত্যাহারের আর্জি জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আগামী কাল, সোমবার, যৌথ মঞ্চের তরফে কসবায় পরিবহণ ভবনে দুপুর ১টায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।