New Update
/anm-bengali/media/post_banners/i89WwBikWZK2YV0XhNlU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মরশুমের দুই ডার্বিই নিজেদের করে নিয়েছে মোহনবাগান। গতবারের ডার্বিতেও ৩ গোলে জিতেছিল মোহনবাগান। তবে গতবারের ডার্বিতে একপেশে ভাবে জিতেছিল মোহনবাগান। ইস্টবেঙ্গলের আগেরবার আর খাতা খোলা হয়নি। কিন্তু এবারে সিদোয়েল-এর জন্য এক গোলের মুখ দেখেছে ইস্টবেঙ্গল। কিন্তু তাও শেষরক্ষা হলো না। কিয়ান ঝড়ে নিভলো মশাল। শহরের চারিদিকে উচ্ছ্বাসের বাঁধ ভেঙে পড়ছে মোহনবাগান সমর্থকদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us