New Update
/anm-bengali/media/post_banners/digS3GUwowboYnE0t7US.jpg)
নিজস্ব প্রতিনিধি-ত্রিপুরার বিভিন্ন জায়গায় বৈঠক করছেন সুদীপ রায় বর্মন এক বৈঠকে সুদীপ রায় বর্মন বলেন,"গণতন্ত্রের মাথা যা অক্সিজেন মানুষ তা নিতে পারছে না। দমবন্ধ করা পরিস্থিতিতে মানুষ বসবাস করছে, ভয়-ভীতি পরিস্থিতিতে বসবাস করছে। কিভাবে মানুষকে ফ্রেশ অক্সিজেন দেওয়া যায় মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে, প্রতিবাদের ভাষা যেটা কেড়ে নেওয়া হয়েছে তা ফিরে পেতে পারে সেই লক্ষ্যেই জনসংযোগ করছি বিভিন্ন জায়গায়"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us