New Update
/anm-bengali/media/post_banners/dmC0jCv0NGvVs0lVhJqG.jpg)
নিজস্ব সংবাদদাতা : করোনার কবলে পড়লেন রাজস্থানের রাজ্যপাল কালরাজ মিশ্র। রাজভবনের তরফে ট্যুইটারে খবরটি জানিয়ে বলা হয়, "মাননীয় রাজ্যপাল শ্রী কালরাজ মিশ্র আজ তার কোভিড পরীক্ষা করালেন। কোভিড টেস্ট পজিটিভ এসেছে। তিনি সুস্থ আছেন এবং কোনো উপসর্গ নেই। তিনি আবেদন করেছেন যে তাঁর সংস্পর্শে আসা সকলে যেন নিজেদেরকে আইসোলেট করেন এবং কোভিড পরীক্ষা করান।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us