নিজস্ব সংবাদদাতাঃ শহরের পথে দুর্ঘটনা কমাতে ট্র্যাফিক-বিধি লঙ্ঘনের জরিমানা কয়েক গুণ বাড়িয়েছে রাজ্য পরিবহণ দফতর। এই জরিমানা আদায় করার সময়ে ট্র্যাফিক পুলিশকে যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, তার জন্য থানাগুলিকে ট্র্যাফিক গার্ডের সঙ্গে সমন্বয় রেখে চলতে নির্দেশ দিয়েছে লালবাজার। পাশাপাশি রাস্তায় ট্র্যাফিক পুলিশ কোনও বিরূপ পরিস্থিতির মধ্যে পড়লে থানার পুলিশ যাতে দ্রুত সেখানে পৌঁছে যায়, সেই নির্দেশও দেওয়া হয়েছে।