New Update
/anm-bengali/media/post_banners/dHkJO7jwdYLerA0rCr6I.jpg)
নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্রের নন্দুরবার স্টেশনে ১২৯৯৩ গান্ধীধাম-- পুরী এক্সপ্রেসের প্যান্ট্রি কারের আগুন নিয়ন্ত্রণে। আপ ও ডাউন লাইনে ওভারহেডে বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু করা হয়েছে দুপুর ১২টা ১০ থেকে। আগুন লাগার পর প্যানট্রিকারটিকে আলাদা করে দেওয়া হয়েছিল। যাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলে খবর রেল সূত্রে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us