New Update
/anm-bengali/media/post_banners/gY5YJCOlx6FJgE8hGzGl.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মরশুমের দ্বিতীয় ডার্বি আজকে। প্রথম ডার্বিতে বিশ্রীভাবে হেরেছিল ইস্টবেঙ্গল। ২৩ মিনিটের মধ্যে খেল খতম করে দিয়েছিল মোহনবাগান। পর পর ৩টে গোল একপেশে ভাবে খাওয়ার পর উঠে দাঁড়াতে পারেনি ইস্টবেঙ্গল। লাল-হলুদ বাহিনীর সমর্থকেরা ব্যর্থতার দায় সম্পূর্ণভাবে চাপিয়ে দিয়েছিল গোলরক্ষক ও প্রাক্তন অধিনায়ক অরিন্দম ভট্টাচার্যের কাঁধে। আজকে আবারও গোয়ার মাঠে সম্মানের লড়াই লড়বে ইস্টবেঙ্গল। জয় কার হবে তার উত্তর আজকেরের ম্যাচ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us