New Update
/anm-bengali/media/post_banners/Ss6a3DhEKFTCaUZ5xdvZ.jpg)
নিজস্ব প্রতিনিধি, দিঘাঃ বছরের শুরুতেই দিঘার গভীর সমুদ্রে একসঙ্গে ১২১ টি তেলিয়া-ভোলা মাছ উঠল ৷ তাও আবার মাত্র একটি ট্রলারে ৷ এই ১২১ টি তেলিয়া-ভোলা মাছের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা ৷ দিঘার বিশ্বেশ্বরী ট্রলারে মাছগুলো উঠেছে ৷ মাছগুলোর এক একটির ওজন প্রায় ১৮ কেজি ৷ দিঘা মোহনার মৎস্যজীবী এবং মৎস্য ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ওই মাছগুলিকে নিলামে তোলা হয়েছে ৷
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us